- Blogtog
শারদীয় - অমিত মণ্ডল
জীবনানন্দ লিখেছিলেন, 'আমি সব দেবতারে ছেড়ে/ আমার প্রাণের কাছে চ'লে আসি'। আমাদের প্রাণই, আমাদের অন্তরতম আমরাই আমাদের আশ্রয়। সেখানে দাঁড়িয়ে আমার ছেলেবেলা থেকে দেখে আসা মাটির প্রতিমাদের যেভাবে মানুষের মতো ফুটে উঠতে দেখেছি সেভাবে এই শরতে এই আঁকাগুলো মানবলতাকে ধরে মূর্ত হয়ে উঠল। অন্তরতম অরণ্য সমৃদ্ধ হল। এটাই আমার কাছে প্রাণের উৎসব।







6 views