• Blogtog

৩৫০ রান করে বাংলাদেশকে ৩৯ রানে অল-আউট করলে তবেই সেমিতে পাক


৫ই জুলাই মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান
শুভাঞ্জন বসু

বাংলাদেশের বিরুদ্ধে অসম্ভবকে সম্ভব করলে তবেই সেমিতে পাকিস্তান। লর্ডেসে কার্যত ম্যাজিক চাই পাকিস্তানের। তা না হলে কোনোভাবেই সম্ভব নয় সেমিফাইনালে ওঠা।  ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ইংল্যান্ডের পথ আপাতত সুগম। শেষ টিমের লড়াইতে রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড।  শেষ তিনটে ম্যাচ জিতে আপাতত আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানের কিন্তু নেট রান রেটে অনেকটাই পিছিয়ে নিউজিল্যান্ডের থেকে।


পড়ুনঃ বিশ্বকাপের অনেক অজানা টুকরো টুকরো খবর কুড়িয়েছে ঋদ্ধিমান ভট্টাচার্য


শেষ তিন ম্যাচে দুরন্ত জয় পাকিস্তানের

নিউজিল্যান্ডের এখন রানরেট +0.175 যেখানে পাকিস্তান অনেক পিছিয়ে -0.792 তে। তাই বাংলাদেশের সাথে যেই যেই অসম্ভবকে সম্ভব করে তুললে তবেই পাকিস্তান সেমিফাইনালে যাবে তা হলো-

  • ৩৫০ রান করে বাংলাদেশকে ৩১১ রানে হারানো। অর্থাৎ বাংলাদেশকে অল আউট করতে হবে মাত্র ৩৯ রানে।

  • ৪০০ রান করে বাংলাদেশকে ৩১৬ রানে হারানো।

  • ৪৫০ রান করে বাংলাদেশকে ৩২১ রানে হারানো।


বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও, সেমিতে যাওয়া কার্যত অসম্ভব পাকিস্তানের

অপরদিকে বাংলাদেশ যদি টসে জিতে ব্যাট করতে নামে তাহলে প্রথম বলের আগেই হেরে যাবে পাকিস্তান।  সুতরাং ধরে নেওয়াই যায় বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাচ্ছে পাকিস্তান। এখন শুধু অপেক্ষা দুপক্ষের দুর্দান্ত একটি লড়াই দেখার।


দেখে নিন বিশ্বকাপের পয়েন্টস টেবিল

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.