• Blogtog

ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে টিম থেকে বাদ ব্যাটসম্যান পৃথ্বী শা


কিংশুক সিংহ।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে.. সৈয়দ মুস্তাক আলী টি-২০ টুর্নামেন্ট চলাকালীন ডোপ পরীক্ষায় মূত্রের স্যাম্পেল-এ নিষিদ্ধ টার্বুটানাইল কাফ সিরাপ সেবনের চিহ্ন পাওয়া গিয়েছে। এই টার্বুটানাইল ওয়াডা-র অন্তর্গত নিষিদ্ধ কাফ সিরাপের তালিকাভুক্ত। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড ৮ মাসের জন্য সমস্ত রকম ক্রিকেট থেকে বহিস্কার করেছে এই উঠতি ওপেনারকে।


পড়ুনঃফলস্বরূপ ভারতের মাটিতে অনুষ্ঠিত আগামী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়তে চলেছেন পৃথ্বী। পৃথ্বী ছাড়াও একই কারণে অভিযুক্ত হয়ে বহিষ্কারের মুখোমুখি হতে হয়েছে আরো দুই ক্রিকেটার অক্ষয় দুলারওয়ার ও দিব্য গজরাজ।


পড়ুনঃ


17 views
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.