- Blogtog
ভারত ও বাংলাদেশের অজানা বইয়ের সম্ভার নিয়ে বইপ্রেমীদের নতুন ঠিকানা-'শব্দ'

শব্দ - বইপাড়ায় নুতুন প্রকাশনা। উদ্বোধন হল গত ৬ই জুলাই, রথযাত্রা বই বাজার-এ ভারতী বুক স্টলে।
সাহিত্যের বিভিন্ন শাখার বই প্রকাশের ইচ্ছে নিয়ে শব্দ-এর সূচনা হল। উদ্বোধন করেন 'পাতাবাহার'-র প্রশান্ত সেন।
সঙ্গে ছিলেন 'খোয়াবনামা'-র রাজা পোদ্দার,'জয়ঢাক'-র প্রকাশক এবং লেখক দেবজ্যোতি ভট্টাচার্য, 'কল্পবিশ্ব'-র দীপ ঘোষ, 'অরণ্যমন'-র চিরঞ্জীৎ দাস। এছাড়া লেখক সুজয় ঘোষ,নীলাদ্রি মুখার্জিসহ অসংখ্য পাঠক-পাঠিকাগণ।

শব্দ প্রকাশনার প্রথম বই মানস ভান্ডারীর 'কলেজ স্ট্রিট,কফি হাউস'। খুব শীঘ্রই আসছে বইপাড়ায়।
আপাতত কলকাতা বসেই বাংলাদেশের বেশ কিছু প্রকাশনার বই ট্রান্সপোর্ট খরচ বাদে ১০-১৫% ছাড়ে পাওয়া যাবে 'শব্দ' প্রকাশনায়। যেমন-মাওলা ব্রাদার্স,ভাষাচিত্র,রোদেলা,নবযুগ,দিব্য প্রকাশন।

'শব্দ'-এর বই পাওয়ার ঠিকানা-ব্লক ২, স্টল-২০,সূর্য্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার(দক্ষিণ),কলকাতা-৭০০০১২।
এছাড়া কলেজ স্ট্রিটে অরণ্যমন,পাতাবাহার, খোয়াবনামা বইঘরে 'শব্দ'-র বই পাওয়া যাবে।
যোগাযোগ নং- 9851741215