- Blogtog
সেমিফাইনালে রাফার মুখোমুখি ৮বারের উইম্বলডন জয়ী রজার ফেডেরার

কিংশুক সিংহ
উইম্বলডন কোয়ার্টারে বুধবার স্যাম কোয়ারীকে পর্যুদস্ত করে সেমিতে রাফায়েল নাদাল। সামনে প্রতিপক্ষ হিসেবে রজার ফেডেরার।
বুধবার উইম্বলডন কোয়ার্টারে স্ট্রেট সেট-এ স্যাম কোয়ারীকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফা। সঙ্গে ২২ টি থান্ডারবোল্ট এসেস। ফলাফল ৭-৫, ৬-২, ৬-২।
এই স্প্যানিশ বিদ্যুৎ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক অবস্থান নেন ২০১৭ এর সেমিফাইনালিস্ট স্যাম কোয়ারীর বিরুদ্ধে। সেমিফাইনালে রাফার মুখোমুখি হতে চলেছেন রেকর্ড সংখ্যক ৮ বারের উইম্বলডন খেতাব জয়ী রজার ফেডেরার।
ক্রিকেট বিশ্বকাপের বাজারে উইম্বলডন-এর এই মেগা সেমিফাইনালের দিকে তাকিয়ে সমগ্র টেনিস প্রিয় মানুষ। বলাই বাহুল্য।
23 views