- Blogtog
মৃত্যু মিছিল - অতীশ

আমি তো রোজ সকালবেলা
তোমায় হাটতে দেখি -
হাজার হাজার মাইল তুমি হাটছো একাকী |
আমি তো রোজ সন্ধেবেলা -
আবার তোমাকেই হাটতে দেখি |
ক্লান্ত - শ্রান্ত - মরতে ঠিক আর কতটা পথ বাকি?
আমি তো রোজ সকালবেলা
তোমায় মরতে দেখি
বেহিসেবী মরছ তুমি - লাশ জমছে রাশি রাশি
আমি তো রোজ সন্ধেবেলা -
আবার সেই তোমাকেই মরতে দেখি
লাশের পাশেই খেলছে খোকা -
ঠিক আমার মেয়ের বয়েসী ||
6 views