- Blogtog
চন্দ্রের পর এবার মঙ্গল যাত্রা- আসছে আগামী ১৫ই আগস্ট

নম্রতা সেন ।
ভারতবর্ষে চন্দ্রযান 2 নিয়ে চারিদিকে যখন এতো তোলপাড়, ঠিক তখনই পর্দায় আসতে চলেছে মঙ্গলযান থুড়ি "Mission Mangal"।
চন্দ্রযান এর আগে 2013তে ভারত নিজের পদচিহ্ন সার্থক ভাবে রেখেছিলো মার্স অরবিটার মিশন অর্থাৎ মঙ্গলযান এর ক্ষেত্রে। সেই নিয়েই আসতে চলেছে জগন শক্তি পরিচালিত মিশন মঙ্গল, ইসরোর (ISRO)সত্যি ঘটনা অবলম্বনে এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিংহ, বিদ্যা বালন, নিত্য মেনন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, শর্মন যোশী এবং আরো অনেকে।
এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছরের পনেরোই অগাস্ট। এবারে দেখা যাক মঙ্গলযানের মতন, মিশন মঙ্গলও বাস্তবে স্বপ্নের উড়ান ছুঁতে পারে কিনা।
35 views