• Blogtog

এবার আদালতে মিমি নুসরাত


নম্রতা সেন

লোকসভার শপথ গ্রহণেও দুজনকে একসাথে দেখা গিয়েছিলো, এবারে আদালতেও এরা দুজন একসাথে, ঠিকই শুনেছেন আদালতে এবার মিমি নুসরাত। না সুপ্রিম কোর্টে নয়, বা কোনো গর্হিত কাজের জন্য নয়, মিমি নুসরাতকে দেখা যাবে রজত শর্মার আপ কি আদালতে।

যেখানে রজত শর্মার ইসলাম ধর্ম নিয়ে স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব দিতে দেখা যাবে নুসরাতকে। দেখা যাক কি ভাবে মুখোমুখি এরকম পাল্টা প্রশ্নের পাল্টা জবাব দিতে পারেন তাঁরা।


দেখতে ও জানতে হলে চোখ রাখুন আপ কি আদালত এই শনিবার রাত দশটায় ইন্ডিয়াটিভিতে।

  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.