- Blogtog
'ডবল ডিজিটে মেডেল না পেলে ৩২-র অলিম্পিক ভারতে সম্ভব নয়'- IOA প্রেসিডেন্ট বাত্রা

শুভাঞ্জন বসু।
৪০০ মিটার দৌড়ে এবার সোনা। হিমা দাসের সোনার দৌড়।
জাকার্তা এশিয়ান গেমসে তার নিজের রেকর্ড ৫০.৭৯ সেকেন্ড ভাঙতে না পারলেও, চেক রিপাবলিকে তিনি সোনার মেডেল পরে নেন ৫২.০৯ সেকেন্ডের দৌড়ে।
পড়ুনঃ ৩৭৭ ধারার আইনজীবীরা প্রকাশ্যে আনলেন নিজেদের সমকামিতার সম্পর্ক
সোনা এসেছে এমপি জাবীরের দৌড় থেকেও। ৪০০ মিটার হার্ডল রেসে ৪৯.৬৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ওদিকে ইন্ডিয়ান অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নারিন্দ্র বাত্রা জানান ২০৩২শে ভারতে অলিম্পিক হোস্ট করার স্বপ্ন সত্যি করতে হলে 'ডবল ডিজিটে' মেডেল জিততে হবে ভারতকে।
২০২৪ টকিয়ো অলিম্পিকে ১০-১২ এবং ২৮ অলিম্পিকে ৪০এর কাছাকাছি মেডেল না জিতলে এই স্বপ্ন সত্যি হওয়ার কোন সম্ভবনা নেই।
পড়ুনঃ অবহেলার ভারতীয় ফুটবলে মেসিকে হারিয়ে দুইয়ে সুনীল ছেত্রী
37 views