• Blogtog

পৃথিবীর প্রাচীন শহর, শ্যাম্পুর প্রথম ব্যাবহার, প্রাচীন বিশ্ববিদ্যালয় - ভারতের ১১টি অজানা তথ্যসুরজ রায়।

১৩০ কোটির বেশি জনসংখ্যা যুক্ত ভারত হলো পৃথিবীর সবচেয়ে বেশি প্রভাবশালী এবং শক্তিশালী দেশ গুলোর মধ্যে একটি । ৫০০০ বছরের বেশি পুরোনো এই দেশটির সাংস্কৃতিক ইতিহাস যেমন জটিল আবার তেমনি পুঙ্খানুপুঙ্খ । তবে সময়ের সাথে সাথে পরিবর্তন ও দেখা দিয়েছে বহুল ভাবে । 'শূন্য (০)' যে আবিষ্কৃত হয় ভারতে এটা তো আমাদের সবার ই জানা আছে তবে পৃথিবীর প্রথম থোরিয়াম রিয়েক্টার যে ভারতে তৈরি হয়েছে সেটা কি প্রত্যেকের জানা আছে ? পরিসংখ্যান বলছে এই রিয়েক্টার ২০৫০ এর মধ্যে দেশে উৎপন্ন মোট বিদ্যুতের ৩০ শতাংশ তৈরি করতে সক্ষম হবে । আসুন জেনেনিই এমনি কিছু অজানা তথ্য ভারত যম্পর্কে ।


■ প্রায় ১০ কোটি বছর আগে ভারতবর্ষ ছিল একটা দ্বীপ ।


■ ১৯৭১ সালে ভারতীয় সেনা বাহিনীর কাছে ওরে ৯৩০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সেনা আত্মসমর্পণ ।


পড়ুনঃ আবর্জনাহীন,সবাই শিক্ষিত অথবা দরজাহীন নিরাপদ ঘর- এমনি অদ্ভুত পাঁচটি ভারতীয় গ্রাম


■ চুলে ব্যবহৃত শ্যাম্পু কোনো বিদেশী দান নয় , সম্পূর্ণ প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে ভারতে প্রথম তৈরি হয়েছিল এই শ্যাম্পু ।


■ বিশ্বের প্রথম হীরের খনি তৈরি হয়েছিল ভারতে । ব্রাজিলে হীরে না পাওয়া পর্যন্ত ভারত ছিল পৃথিবীর সবচেয়ে বড় হীরে উৎপাদক দেশ ।


■ প্রাচীন ভারতীয় সংস্কৃত পুঁথি গুলির মধ্যে প্লাস্টিক সার্জারির বিবরণ দেয়া আছে । এছাড়া সুশ্রুত সংহিতা হলো পৃথিবীর সবচেয়ে পুরোনো চিকিৎসা গ্রন্থ । এই গ্রন্থে সার্জারি , চোখের ছানি কাটানো , নোজ রিকন্সট্রাকশন সহ বিভিন্ন তথ্য সম্পর্কে বলা হয়েছে ।


■ খ্রিস্টপূর্ব ৩০০ শতকে নির্মিত তক্ষশিলাকে পৃথিবীর সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমান করা হয় ।


■ পৃথিবীর সবচেয়ে বেশি ছাত্রসংখ্যা যুক্ত স্কুল হলো লখনউ-এর মন্টেসরী স্কুল , যার ছাত্রসংখ্যা ৪৫০০০ ।


■ বারানসি হলো পৃথিবীর প্রাচীনতম শহর যেখানে আজও মানুষের বসবাস রয়েছে ।


■ ভারতীয় রেলে ১৩ লক্ষের বেশি মানুষ কর্মরত যা বহু দেশের জনসংখ্যার চেয়েও বেশি ।


■ ভারতবর্ষের প্রথম রকেটটি আনা হয়েছিল সাইকেলে আর কৃত্রিম উপগ্রহতি আনা হয়েছিল গরুর গাড়িতে


এছাড়া


পড়ুনঃ ৬৮র বন্যার পর এখনো কি উত্তরবঙ্গ নিরাপদ?


■ ভারত হলো পৃথিবীর সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন করি দেশ । বিশ্বের মোট দুধের প্রায় ১৬ শতাংশ ভারতে উৎপন্ন হয় ।


এবার একটা ছোট্ট গল্প বলি রাজা জয় সিং সম্পর্কে । আলয়ারের এই রাজাকে লন্ডনের এক রোলস রোয়েসের শোরুমে অপমানিত হতে হয়েছিল এক সেলসমানের কাছে । দেশে ফিরে তিনি একটা পুরো রোলস রোয়েসের ফ্লিট অর্ডার করেন এবং সেই গাড়ি গুলোলে রাজ্যের মিউনিসিপ্যাল করপোরেশনের হাতে তুলে দেন নোংরা পরিস্কারের উদ্দেশে ।


(তথ্য সংগৃহিত)  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.