• Blogtog

বেকারনামা

সন্দীপ ১ দুখন্ড অবসরে একটা সিগারেটের কাউন্টার বা হাফ কাপ চা যখন বাকি শর্টকাট নিয়মের অঙ্কটি শেষ হলো । ক্যাফের ইন্টারনেট ধীরে চলছে বলেই কিছুটা বাড়তি সময় আছে আর আছে বুক ভরে শ্বাস নিয়ে নেওয়ার অবসর আজও সাইকেলের প্যাডেল চলছে , কালও চলবে (!) পরশুর কথাটা ঠিক বলতে পারছিনা ।। ২ কুয়াশার বুকে ডুবসাঁতারের মতো এই শীতঘুমে থেকে বেমালুম ভুলে যাই একদিন এই পথ দিয়েই চলে গেছে অজস্র ছায়াপথ । বন্ধ জানালার কাঁচে ভেসে ওঠা পরিচিত কিছু মুখ আর তাদের মৃত চিরকুটগুলো ময়লা জিন্সের সাথে ভিজিয়ে দিয়েছি সাবান জলে । মহাকাব্যের নায়ক নই বলেই আজও উপন্যাসের উপর অগাধ বিশ্বাস আছে , তবে রাতের চাদরে একটু মৌরীফুলের গন্ধ মিশে থাকলে দম নিতে সুবিধে হয় ॥ বেশ ভালোই চলছিল পাতার পর পাতা নষ্ট করে অনেক ভিরিঙ্গি লিখছিলাম কিন্তু হঠাৎ সিঁড়ির বুকে পরিচিত একটি পায়ের শব্দ মনে করিয়ে দিলো বাড়ির ইলেকট্রিক বিলটা এখনো বাবার পকেট থেকেই যায় ॥

28 views
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.