• Blogtog

'পশ্চিমবাংলায় থেকে কেন ইস্টবেঙ্গলকে সমর্থন'- প্রশ্ন করলেন বিজেপির তথাগত রায়

তথাগত রায়। মূলত দক্ষিণ পন্থী বিজেপির নেতা। বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল। এবার জড়িয়ে পড়লেন টুইট বিতর্কে। তিনি টুইট করে বলেন-

এরপরই ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়। প্রশ্নের মুখে পড়েন তিনি। শতবর্ষ প্রাচীন দল ইস্টবেঙ্গল নিয়ে সমর্থকরা এখন আবেগে ভাসছেন। তারমধ্যে এই টুইট যে তার কাছে অপ্রত্যাশিত তা প্রকাশ পেয়েছে বিভিন্ন সমর্থকের কথায়। শেষ পর্যন্ত নিজের টুইটের সাফাই গাইতে বাধ্য হন। এরপরেই পরপর তিনটে টুইট দেখা যায় খানিকক্ষণ এর মধ্যেই।

18 views
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.