• Blogtog

আগমনী - অমিত মন্ডল


প্রচলিত অর্থে ঈশ্বরবিশ্বাসী নই। অথচ সেই কোন ছোটবেলা থেকেই বিভিন্ন দেব-দেবীর মূর্তির প্রতি অদ্ভুত টান আছে। তাদের কারুকার্য, তাকানোর ভঙ্গি, হাতের মুদ্রা, দাঁড়ানোর ভঙ্গিমা এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। নানা মন্দির ঘুরেছি শুধু মূর্তি দেখব বলে। এ প্রশ্ন একসময় খুব মনে আসত, ঈশ্বরকে মানুষের মতো দেখতে নাকি মানুষকে ঈশ্বরের মতো? কে কার সৃষ্টিকর্তা?


আর তারপর 'আমি সব দেবতারে ছেড়ে/ আমার প্রাণের কাছে চ'লে আসি'। মানুষের দিকে তাকাই। বুঝি অনেকের অনেক কিছু বলবার আছে। শুধু তাদের শ্রোতা নেই। একজন একনিষ্ঠ শ্রোতা হওয়ার চেষ্টা করি। দেখি মানুষ ইনিয়েবিনিয়ে কত ছবি বোনে। তাদের সেইসব ছবির মধ্যে ঈশ্বরের ছেলেমানুষি দেখতে পাই। তারপর যখন আঁকি, আমার এসব দ্যাখা-শোনা-বোঝা চোরাস্রোতে বুঝি আমার আঁকার মধ্যে বয়ে যায়। হয়তো একটা শ্যামা মেয়ের আড়চোখে তাকানোও ঈশ্বরের কটাক্ষ হয়ে আমার আঙুলে-তুলিতে-কালিতে বাসা বাঁধে। তারপর যখন আঁকি তার কতটা প্রকাশ পায় জানিনা, কিন্তু ভেতরে ক্ষণিকের জন্যে হলেও একটা নির্মল আনন্দ কাজ করে। এই আনন্দই শিল্পসৃষ্টির সার কথা। এই 'আগমনী' সিরিজটাকে সেই অনাবিল আনন্দের উৎসারণ বলা যায়।


106 views
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

©2019 by Blogtog.